বিটিসিএল নির্ধারিত টেলিযোগাযোগ সুবিধা প্রদান করছে ঃ
* ফিক্সড টেলিফোন (লোকাল, এন. ডব্লিউ. ডি, আই. এস. ডি, ইকোনমি-আই.এস.ডি), ISD (2B+D) সার্ভিস
* ফিক্সড টেলিফোন প্রদত্ত Value Added সার্ভিস সমূহ নিরূপনঃ
*Call Barring
* Abbreviated Dial
* Conference Call
* Call Waiting
* Wake Up Call
* Subscriber Absence Massage
* Don’t Disturb Message
* Call Forwarding
* Hot line
* ইন্টারনেট সার্ভিক ক) ডায়াল আপ
খ) Leased Internet (n×64Kbps, n × 1Mnps)
* Point to Point বা Point to Multi-Point Voice Grade লিজড
লাইন সার্ভিস।
* ডিজিটাল ডাটা লোড (ডিডিএন) সার্ভিস (n×64Kbps, E1 ইত্যাদি)
* Web Hosting
* DNS Hosting
* International Private Leased Circuit (IPLC) Voice or Data
of 64kbps, n × E1, E3, STM-1) ডোমেইন Name রেজিষ্ট্রেশন।
* প্রিপেইড কলিং কার্ড সার্ভিস- বর্তমানে ২০০ ও ৫০০ টাকা মূল্যমানের স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সারা দেশের যেকোন বিটিসিএল ফিক্সড ফোন থেকে ISD, EISD, NWD কল ও ফ্যাক্স করা যায় এবং যে কোন মোবাইল ফোনেও কল করা যায়। সকল কলের জন্য বিটিসিএল প্রচলিত কল-রেট প্রযোজ্য। ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক এর শাখা ও বেসিক ব্যাংক এর বিল-বুথ এবং ডাকঘর সমূহে এই কলিং কার্ড পাওয়া যায়।
*টোল ফ্রি বা ফ্রি ফোন সার্ভিস-এই সার্ভিসের মাধ্যমে বিভিন্ন সরকারী সংস্থা, কর্পোরেট গ্রাহক ও ব্যবসা প্রতিষ্ঠান তাদের গ্রাহকবৃন্দকে পণ্য ও সেবা সংক্রান্ত তথ্য প্রদানের লক্ষ্যে টোল-ফ্রি কল করার সুবিধা প্রদান করতে পারবে।
* ইন্টার অপারেটর কানেকটিভিটি (E1, E3, STM-1, STM-4)
* Co-Location সার্ভিস (অন্য অপারেটরদের সাথে)
* আন্তর্জাতিক দ্বি-পাক্ষিক Voice-Carrier
* ইন্টারনেট সার্ভিসের মাধ্যমে ডুপ্লিকেট বিল Download করণ www.btcl.gov.bd এবং উক্ত ডুপ্লিকেট বিল সরাসরি ব্যাংকে প্রদান করা যায়।
* বিটিসিএল ওয়েব সাইটের মাধ্যমে যে কোন মাসের বিলের পরিমাণ জানা এবং
পরিশোধের বিষয়ে অবগত হওয়া যায়।
* টেলি যোগাযোগ সুবিধাসমূহ ত্রুটি মুক্ত রাখা।
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন।www.btcl.gov.bd প্রধান কর্মাধ্যক্ষ
(বৈদেশিক), পরিচালক (আন্তর্জাতিক / রক্ষণাবেক্ষন ও চালনা/ বেতার)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস